জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি?২০২৪

জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি?২০২৪

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি জানতে চান যে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা অনেকেই জিমেইল আইডি খুলি কিন্তু তার পাসওয়ার্ড মনে রাখি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তারপর কি হয় যে একটার পর একটা জিমেইল আইডি আমরা খুলতেই থাকি্। এটা একদম ভুল কাজ।

আপনার একটা জিমেইল ব্যবহার করবেন সারা জীবন ধরে। আমরা আজ এই আর্টিকেলে বলবো যে জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখতে হয়। এবং জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন। এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি এই আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিভাবে জিমেইল আইডির পাসওয়ার্ড বের করতে হয় জেনে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আরো পড়ুন = বাংলাদেশের টাকার ছবি দেখে নিন।

প্রিয় পাঠক আপনি যদি জানতে চান যে জিমেইল আইডি পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তাহলে এ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। চলন শুরু করা যাক।

জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?

জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এ সম্পর্কে জানতে চান? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা আজ বলবো যে জিমেইল আইডি পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক।

প্রথম ধাপ

জিমেইল আইডির পাসওয়ার্ড বের করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। যদি এমন আসে তাহলে আপনি google এর   ওপর ক্লিক করবেন।

দ্বিতিয় ধাপ

যদি আপনি (google)

 এর উপর ক্লিক করেন তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে যে( Autofill এর ওপর। Autofill) 

উপর ক্লিক করা হয়ে গেলে আপনাকে যা করতে হবে নিচে দেখুন!

তৃতিয় ধাপ

(Autofill) এর

 উপর ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনাকে (Autofill with google)

  এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর আপনাকে যা করতে হবে তা নিচে দেখুন!

চতুর্থ ধাপ

(Autofill with google)

  এর উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। এই ইন্টারের ফেস এর মধ্যে থেকে  (google password Manager)

  উপর ক্লিক করতে হবে ।এরপর ক্লিক করা হয়ে গেলে আপনাকে যা করতে হবে তা নিচে দেখুন!

পঞ্চম ধাপ

(google password Manager)উপর ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস দেখাবে। এর মধ্যে থেকে আপনাকে google.com এর উপর ক্লিক করতে হবে।( google.com) এর উপর ক্লিক করা হয়ে গেলে যা করতে হবে তা নিচে দেখুন!

ষষ্ঠ ধাপ

(Google.com) 

এর উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ফোনে থাকা প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দেওয়া লাগবে। অর্থাৎ আপনার ফোনে যে লক দিয়ে রেখেছেন সেই লকটি দিতে হবে। সেই লকটি দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দেখাবে। সেম এভাবে। আপনার ফোনে থাকা যত জিমেইল আছে সব জিমেইলেরই পাসওয়ার্ড দেখাবে। এবং এই চোখ আইকন এর উপর ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন।

জিমেইল আইডির কাজ কি

এখন আমরা জানবো যে জিমেইল আইডির কাজগুলো কি? আমরা অনেকেই জিমেইল আইডি খুলে থাকি কিন্তু এর কাজ সম্পর্কে অনেকেই জানিনা। যেমন কেউ যদি নতুন ফোন কিনে তাহলে সম্পর্কে সে তেমন কোন ধারণা রাখেনা। তাই আজ আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব।যেমন টিক টক ইত্যাদি যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে প্রয়োজন পড়ে জিমেই।

আরো পড়ুন = আলকুশি বিজের উপকারীতা জেনে নিন।

এর আরো অনেক কাজ রয়েছে যেমন আপনার সকল ধরনের আইডি অথবা ওয়েবসাইট ইত্যাদির সিকিউরিটি দিয়ে থাকে। অর্থাৎ যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট এর সঙ্গে একটি ওয়েবসাইট অথবা একটি আইডি খোলা থাকে বা লগইন করা থাকে সেক্ষেত্রে যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না।

শেষ কথাঃ gmail আইডির পাসওয়ার্ড ভুলে গেলে বের করার উপায়

প্রিয় পাঠক আজ আমরা এই আর্টিকেলে বললাম যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে বের করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনি আরো অন্যান্য ধরনের পাসওয়ার্ড বের করতে চান যেমন tiktok,, ফেসবুক,,, লাইকি,, জিমেইল,,, ইউটিউব,,, টুইটার,,, ইনস্টাগ্রাম,,, যেকোনো সকল ধরনের পাসওয়ার্ড বের করতে চাইলে আমাদের ওই ওয়েবসাইটে কমেন্টে জানান। এবং পাসওয়ার্ড সম্পর্কিত সকল ধরনের নোটিফিকেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। যেন আমরা পোস্ট করার সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ।

Leave a Comment