দরখাস্ত লেখার সঠিক নিয়ম – আবেদন পএ লেখার ৬ টি নিয়ম।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজ আমরা এ আর্টিকেলের মধ্যে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অফিসে অথবা স্কুলে এবং প্রধান শিক্ষক অথবা ম্যানেজার তাদের কাছে ছুটির জন্য ও বিভিন্ন কাজের জন্য দরখাস্ত লিখতে হয়। তাই আজ আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে দরখাস্ত লিখতে হয়। এবং দরখাস্ত লেখার নিয়ম কি যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন।

দরখাস্ত লেখার নিয়মের মধ্যে আমরা কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। এবং যদি আপনারা এই নিয়ম গুলো ফলো করেন তাহলে সুন্দর ভাবে দরখাস্ত লিখতে পারবেন্। যদি আপনারা দরখাস্ত লেখার নিয়ম না জানেন তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে কিভাবে দরখাস্ত লিখতে হয় এ সম্পর্কে জানতে পারবেন।
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। দরখাস্ত লেখার নিয়ম হল প্রথমে আপনাকে তারিখ দিতে হবে। এরপর বরাবর, এরপর আপনাকে প্রধান শিক্ষক দিতে হবে। এরপর আপনার স্কুলের নাম। এরপর আপনার থানা এবং জেলার নাম।
আরো পড়ুন = সাইপ্রাসের বেতন কত জেনে নিন ২০২৪।
এবার আপনি কোন বিষয় নিয়ে লিখবেন সেই বিষয়ের নাম দিবেন। এরপর জনাব দিয়ে আপনার মন্তব্যটি শুরু করবেন। এরপর আপনি জানবেন নিকট কিছু আবেদন করবেন। এরপর বিনীত নিবেদক দিয়ে নিচে দিবেন, আপনার একান্ত ছাত্র দিবেন। এরপর নাম, শ্রেণী, রোল, বিভাগ, দিবেন। তাহলেই আপনার দরখাস্ত লেখা হয়ে যাবে।আমরা আবেদন পএ লেখার ৬ টি নিয়ম নিচে উল্লেখ করছি।
স্কুলের ছুটি নেওয়ার জন্য দরখাস্ত লেখার নিয়ম
আমরা বিভিন্ন কারণে স্কুলে যেতে পারি না। এর ফলে আমাদের এপসেন্ট হতে পারে। এবং জরিমানা হতে পারে। তাই যদি আমরা স্কুলে ছুটির জন্য একটি দরখাস্ত লিখি তাহলে আমাদের কোন ধরনের জরিমানা অথবা অ্যাবসেন্ট হবে না। তাই কিভাবে দরখাস্ত লিখতে হবে এর কিছু নমুনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
দরখাস্ত লেখার নমুনাঃ
তারিখঃ১০/০৭/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
ভিনাইখোর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
তানোর রাজশাহী
বিষয়ঃ ছুটির জন্য আবেদন
জনাব
সবিনয় নিবেদন, এই যে আমি আপনার স্কুলের নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী। আমি ১১ তারিখ ৬ মাস ২০২৩ থেকে নিয়ে ১৪ তারিখ ৬ মাস ২০২৩ তারিখে আমি স্কুলে উপস্থিত হতে পারবো না। আমার একটি জরুরী কাজে যেতে হবে।
অতএব জানাবের নিকট আকুল আবেদন যে আমাকে উক্ত বিষয়ে উপর বিবেচনা করে তিন দিন ছুটি দিতে বাধ্য থাকবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ ছাত্রী
নামঃ মোহাম্মদ আব্দুল মালেক
শ্রেণীঃ দশম
বিভাগঃ …..
রোলঃ ৭
যেকোনো চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম
আমরা বিভিন্ন সময় চাকরির জন্য বিভিন্ন দরখাস্ত প্রয়োজন হয়। কিন্তু আমরা সেসব দরখাস্ত ঠিকভাবে লিখতে পারি না। তাই আজ আমরা এখন চাকরির জন্য কিভাবে দরখাস্ত লেখে এ সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। চাকরির জন্য কিভাবে দরখাস্ত লিখতে হয়?
দরখাস্ত লেখার নমুনাঃ
তারিখ ১০ই আগস্ট ২০২৩
বরাবর
সাধারণ ব্যবস্থাপক
সুমাইয়া লিঃ
তানোর রাজশাহী
বিষয়ঃ অফিসার পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন, এই যে আমি একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানের অফিসার পদের নিয়োগ সম্পর্কে জানতে পেরেছি। এবং তাও জানতে পেরেছি যে সেখানে কয়েকজন কর্মী প্রয়োজন। তাই আমি উক্ত পদে একজন প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
নাম আব্দুল মালেক
পিতার নামঃ……?
মাতার নামঃ…..?
বর্তমান ঠিকানাঃ ঝিনাইখোর
স্থায়ী ঠিকানাঃ ঐ
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
ধর্মঃইসলাম
জাতীয়তাঃ বাংলাদেশ
মোবাইল নাম্বারঃ ০১৭………….?
শিক্ষাগত যোগ্যতাঃমাস্টাস পাস
অভিজ্ঞতাঃ ব্যংকে দুই বছর চাকরির অভিঙ্গতা।
অতএব জনবের নিকট আকুল আবেদন আমাকে এই উক্ত পদে যোগ্য হিসেবে একজন প্রার্থী করে নিয়োগ দিতে বাধ্য থাকিবেন।
নিবেদক
তুহিন ইসলাম
ঝিনাইখার
চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখার নিয়ম
আমরা দেশের নাগরিক হিসেবে বিভিন্ন কাজের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখে পাঠাতে চাই। কিন্তু সেই দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আমরা তেমন কোন ধারণা রাখি না। দরখাস্ত কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে বেশি ভালো হয় এ সম্পর্কে আমরা এখন কিছু নমুনা তুলে ধরব। যদি আপনারা এই নমুনাগুলো দেখে লেখেন তাহলে সুন্দরভাবে আপনাদের দরখাস্ত লেখা হবে।
আরো পড়ুন = বর্তমানে বাংলাদেশের আয়তন কত জেনে নিণ ২০২৪।
দরখাস্ত লেখার নমুনাঃ
১০ই নভেম্বর ২০২৩
বারাবার
চেয়ারম্যান
২ নং বাধার ইউনিয়ন পরিষদ
বিষয়ঃ মোটরের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার দুই নং বাধা ইউনিয়ন পরিষদের ছয় নাম্বার ওয়ার্ডের ঝিনাইখোর গ্রামের একজন বাসিন্দা। আমরা বিগত দুই বছর থেকে নিরাপদ পানির জন্য খুব অসহায় হইয়া আছি। বর্তমানে আমাদের এখানে তেমন কোন নিরাপদ পানি নেই। এবং যদিও থাকে তাহলে আমাদের থেকে প্রায় দুই কিলোমিটার দূরে । এবং স্কুলে বাচ্চারা পানি ভালোভাবে খেতে পারে না। তাই দ্রুত আমাদের গ্রাম এবং স্কুলের জন্য দুইটি মোটরের জন্য অনুরোধ জানাচ্ছি।
আরো পড়ুন = বাংলাদেশের আয়তন কত বর্তমানে2024
অতএব জানাবেন নিকট আকুল আবেদন আমাদের এলাকায় দুইটি মোটার স্থাপন করে এলাকাবাসীর পানি খাওয়ার সুযোগ করে দিন।
নিবেদক
মোঃ কাউছার আলী
গ্রামঃ ঝিনাইখার ছয় নাম্বার ওয়ার্ড
স্কুলের জরিমানা মাফ করে দেওয়ার জন্য আবেদন করার নিয়ম।
আমাদের স্কুলে বিভিন্ন সময় স্কুল ড্রেস অথবা অ্যাবসেন্ট থাকার কারণে জরিপানা করে থাকে। এর ফলে আমাদেরকে দ্বিগুণ টাকা দিতে হয়। এবং যদি আপনার কাছে না টাকা থাকে তাহলে পরীক্ষা দিতে পারবেন না। তাই কিভাবে জরিপানা মাফের জন্য আবেদন করবেন তা এখন আমরা কিছু নমুনা দেখাবো।
দরখাস্ত লেখার নমুনাঃ
তারিখঃ২২/১০/২০২৩
বরাবর
অধ্যক্ষ মহোদয়
খড়িবাড়ি প্রিয়া সরদার উচ্চ বিদ্যালয়
বিষয়ঃ জরিপানা মাফের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর নিয়মিত ছাত্র। আমি দীর্ঘদিন যাবত অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি। এবং আমার টাকার অভাবে স্কুল ড্রেস বানাতে পারিনি। এবং স্কুলের ফি বেতন পরিশোধ করতে পারেনি। পরিবারে তেমন কোন আয়ের অর্থাৎ উপার্জনের লোক নেই।
অতএব জনাবের নিকট আকুল আবেদন আমার কথা এবং পরিবারের কথা বিবেচনা করে জরিমানা মাফ করে দিয়ে আমাকে পরীক্ষায় অংশ নিতে মর্জি হন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সাগর ইসলাম
বিভাগ
রোল নাম্বার ১৫
অসুস্থতার জন্য ছুটির আবেদন করার নিয়ম
দরখাস্ত লেখার নমুনাঃ
তারিখঃ৩০/১১/২০২৩
বারাবার
প্রধান শিক্ষক
ঝিনাইখার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
তানোর রাজশাহী
বিষয়ঃ ছুটির জন্য আবেদন
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর নিয়মিত ছাত্র। বিগত কয়েকদিন যাবত আমি অসুস্থতায় ভুগছি। এবং আমি কয়েকদিন বিদ্যালয় যেতে পারবো না।
অতএব জানাবেন নিকট আকুল আবেদন আমাকে উক্ত কয়েকদিনে ছুটি দিয়ে সদাই মর্জি হন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ তুহিন ইসলাম
শ্রেণী দশম
রোল নাম্বার ৫
উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম
উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা উপবৃত্তির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চাই তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এই আর্টিকেলের মধ্যে কিভাবে উপবৃত্তির জন্য দরখাস্ত লিখতে হয় তা আমরা বলব।
দরখাস্ত লেখার নমুনাঃ
তারিখঃ২২/১০/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
ঝিনাইখোর উচ্চ বিদ্যালয়
তানোর রাজশাহী
বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন
জনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন দিনমজুর। তিনি আমাদের পরিবারের দায়িত্ব নিয়ে থাকেন। এবং যদি কেউ অসুস্থ হয় তাহলে আমাদের পরিবারের বিশেষ বড় সমস্যা দেখা দেয়। এর ফলে আমরা বই, কলম, খাতা, এবং ইস্কুলের ফ্রি জমা দিতে পারি না ।
অতএব জানাবেন নিকট আকুল আবেদন আমাকে একটি উপবৃত্তি নিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিন।
বিনীত নিবেদন
আপনার একান্ত অনুগত ছাত্র /ছাত্রী
আব্দুল মালেক
শ্রেণীঃ সেভেন
রোলঃ ১৮
শেষে কিছু কথা
আজ আমরা এই আর্টিকেলের মধ্যে দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। এবং কোন জায়গাতে কোন বিষয়ে কিভাবে লিখবেন তা আমরা বলে দিয়েছি। এবং তার সাথে উল্লেখ করে দিয়েছি। যদি আপনারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন, এবং জানতে পারবেন।
যখন দরখাস্ত লিখবেন তখন যে বিষয়ের উপর লিখবেন সে বিষয়ে দিবেন। আমরা কিছু নমুনা শুধু দেইছি। যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের কমেন্টে এসে জানাতে পারেন। এবং আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন। কারণ যখনই নতুন নতুন আপডেট আসবে তখনই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।