নগদ একাউন্ট কিভাবে দেখবেন? সহজ পদ্ধতি জেনে নিন

Table of Contents

নগদ একাউন্ট কিভাবে দেখবেন? সহজ পদ্ধতি জেনে নিন ২০২৪

নগদ একাউন্ট কিভাবে দেখবেন সহজ পদ্ধতিতে জেনে নিন। কারণ আমরা আজ আপনাদের নগদ একাউন্ট চেক করার নিয়ম গুলো বিস্তারিতভাবে তুলে ধরব। যদি আপনারা এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নগদ সম্পর্কে আপনার যেসব অজানা তথ্য রয়েছে সেই তথ্যগুলো জানতে পারবেন। চলুন তাহলে নগদ একাউন্ট চেক করার নিয়ম জেনে নি।

নগর চেক করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। যদি এ নিয়ম ভাবে নগদ একাউন্ট চেক করা যায় যেমন প্রথমে একটি USSD কোড ব্যবহার করে। এবং আরেকটি অ্যাপের মাধ্যমে। এ দুইটি মাধ্যমে নগদ একাউন্ট চেক করা যায়। সেই দুইটি মাধ্যমে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব।যেন আপনারা সহজে নগদ একাউন্ট চেক করে নিতে পারেন। চলুন তাহলে এসএসডির মাধ্যমে নগদ একাউন্ট চেক করা যাক।

USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট চেক

এক নাম্বারে

আপনাকে প্রথমে নগদ একাউন্ট চেক করার জন্য ডায়াল কলে যেতে হবে।

দ্বিতীয় ধাপে

আপনাকে *167# ডায়াল করতে হবে। এবং এরপর আপনার সামনে একটি মূল মেনু প্রদর্শিত হবে। সেখান থেকে 7নাম্বারে My Nagad ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ

সেখান থেকে আপনাকে 1 নাম্বরে ক্লিক করতে হবে। যাতে লেখা আছে Balance enquiry

চার নাম্বারে

এখন যে ধাপটি দেখাবে সেটি হল নগদ পিন কোড লিখতে হবে, এবং সেন্ট বাটনে ক্লিক করতে হবে।সেন্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে নগদ একাউন্টটি প্রদর্শিত হবে। যদি আপনার নগদ একাউন্ট সেই নাম্বারে খোলা থাকে।

অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম।

অ্যাপ দিয়ে আপনারা নগদ একাউন্ট দেখতে পারবেন। কারণ এপের মধ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে ।কিন্তু অ্যাপ ব্যবহার করতে কিছু প্রয়োজনীয় জিনিস লাগে যেমন ইন্টারনেট কানেকশন এবং স্মার্টফোন এই দুইটির মাধ্যমে অ্যাপস দিয়ে নগদ একাউন্ট দেখা যায়। চলুন নগদ একাউন্ট অ্যাপস এর মাধ্যমে কিভাবে জানতে হয় জেনে নি।

  • প্রথমে আপনাকে নগদ অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে।
  • প্লে স্টোরে যদি নগদ লিখে সার্চ করেন তাহলে নগদ অ্যাপস টি আপনাদের সামনে চলে আসবে।
  • এবং সেই অ্যাপসটি ইন্সটল করে, সেখানে আপনার নগদ নাম্বারটি দিয়ে ভেরিফাই করতে হবে।
  • এবং নগদ একাউন্ট চেক করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।
  • পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে উপরের দিকে আপনার ব্যালেন্স প্রদর্শিত হবে।

বর্তমানে এখন প্রায় নগদের গ্রাহক প্রচুর পরিমাণে রয়েছে। যা মানুষের আয়ত্তের মধ্যে। যেমন নগদে থেকে যদি টাকা বের করা যায় তাহলে হাজারে ৯ টাকা নেই। এটাই গ্রাহকদের জন্য একটি বিশাল সুযোগ এবং অনেক সময় নগদে অনেক ধরনের গিফট দিয়ে থাকে। এবং এমনকি অফার দিয়ে থাকে।

আরো পড়ুন = আপনি এখন কোথায় আছেন জেনে নিন ১ মনিটে।

নগদ একাউন্ট ব্যবহার করে আপনি আপনার ব্যালেন্স শুধু দেখতে পারবেন না। আরো অন্যান্য আর্থিক লেনদেন অথবা মোবাইল রিচার্জ আরো বিভিন্ন ধরনের পেমেন্ট অতি সহজেই করতে পারবেন। কি কি পেমেন্ট করতে পারবেন তা জানতে বিস্তারিত নিচের দিকে পড়ুন।

নগদ একাউন্ট ব্যবহারের সুযোগ সুবিধা।

নগদ অ্যাকাউন্ট ব্যবহারের বেশ কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে। যে সুযোগ সুবিধা গুলো অন্যান্য জায়গাতে নাও থাকতে পারে। এটা আমাদের তেমন জানা নাই। কিন্তু নগদে অনেকগুলো সুবিধা রয়েছে যা আপনার আয়ত্তের মধ্যে বা আপনার সহজ বলে মনে করা হয়ে থাকে। চলুন সেসব সুযোগ সুবিধা গুলো দেখে নেয়া যাক।

১।নগদ একাউন্ট খুলতে তেমন কোন কিছুর প্রয়োজন পড়ে না। শুধু নাম্বার দিলেই নগদ একাউন্ট ভেরিফাই হয়ে যায়।

২।নগদ একাউন্টে কম খরচে টাকা লেনদেন করা যায়। যা এটি গ্রাহকদের জন্য অনেক সাফল্য।

৩।যেকোনো ধরনের এই গ্যাস বিল নগদ এর মাধ্যমে আপনারা দিতে পারবেন।

৪।বিদ্যুৎ বিল অতি সহজেই দেওয়া যায়।

৫।ই কমার্স অনলাইনে কেনাকাটার জন্য অত্যন্ত কার্যকারী।

৬।আন্তর্জাতিক রেমিটেন্স গ্রহণ করার ক্ষেত্রে তেমন কোন ঝামেলা নেই।

৭।নিরাপত্তা ও সুবিধা অনেক রয়েছে।

৮।বিভিন্ন সময় বড় বড় ডিসকাউন্ট দিয়ে থাকে যা গ্রাহকদের জন্য খুবই কার্যকারী।

নগদ একাউন্ট দেখার কোড।

নগদ একাউন্ট দেখার কোড হল *167# এই কোডের মাধ্যমে গ্রাহক অতি সহজেই নগদ একাউন্ট খুলতে পারবে। অথবা তার নগদ একাউন্ট আইডিটা দেখতে পারবে।

আরো পড়ুন = বাংলাদেশের আয়তন কত জেনে নিণ ২০২৪।

কল সেন্টার ব্যবহার করে নগদ একাউন্ট দেখুন।

কল সেন্টার ব্যবহার করে আপনারা অতি সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন। নিচের দিকে লক্ষ্য করে দেখুন কিভাবে কল সেন্টারের মাধ্যমে দেখা যায় তা জানুন।

এক নাম্বার

  • *167# এই নাম্বারে কল করুন। এখন এবং যেই সিম দিয়ে কল করবেন সেই সিমে যেন নগদ একাউন্ট টি থাকে।

দুই নাম্বার হল।

  • অপারেটর ফোন ধরার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি ইংরেজিতে ভাষা ব্যবহার করবেন না বাংলাতে? তখন আপনাকে আপনার পছন্দ মত ভাষা নির্বাচন করবেন।

তিন নাম্বার।

  • অপারেটর আপনাকে নগদের মেনোর বিকল্প সম্পর্কে কিছু তথ্য দেবে। আপনাকে সেগুলো নির্বাচন করতে হবে।

চার নাম্বার

  • এর পর নগদের পিন নাম্বার লিখতে বলবে। সেখানে পিন টি আপনি সাবধানে লিখবেন।

পাঁচ নাম্বার

  • আপনার নগদ একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা আপনাকে জানাবে। আপনি কখন লেনদেন করেছেন বা কোন সময় লেনদেন করেছেন এ সম্পর্কে আরও জিজ্ঞাসা করতে পারে।

৬ নাম্বার

  • আপনার যদি সবকিছু জানা হয়ে যায় তাহলে আপনি কল কেটে দিবেন বা শেষ করবেন।

মনে রাখবেন নগদ একাউন্ট

  • নগদ কল সেন্টার ২৪/৭ খোলা থাকে
  • নগদ একাউন্টের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যে কোন মোবাইল ব্যবহার করা যেতে পারে।
  • নগদ কল সেন্টারে কল করার জন্য কোন ধরনের চার্জ প্রযোজ্য নয়।

নগদ কোড ব্যবহারের থেকে অ্যাপ ব্যবহারের সুবিধা।

যদি আপনি নগদ কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করেন তাহলে অনেক সময়ের ব্যাপার বা অনেক সময়ের প্রয়োজন পড়বে। এবং যদি আপনি শর্টকাটে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে চান?

আরো পড়ুন= অনলাইন ইনকাম অ্যাপস দেখে নিন।

তাহলে আপনাকে নগদ অ্যাপ ব্যবহার করতে হবে। এতে অতি সহজে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এতে কোন ধরনের কোড মেনু বা ইত্যাদি প্রয়োজন পড়বে না। শুধু পাসওয়ার্ড দিলে আপনি আপনার নগদ একাউন্টে প্রবেশ করতে পারবেন।

নগদে কিভাবে টাকা দেখতে হয়?

নগদ একাউন্টে কিভাবে টাকা দেখবেন তা আমরা এখন আপনাদের সামনে ছবি আকারে তুলে ধরব। যেন আপনাদের এগুলো অনেক সহজ হয়?

সংক্ষেপে বলে নিচ্ছি নগদ একাউন্ট দেখার জন্য। আপনাকে *167# কোড ডায়াল করতে হবে। এবং এরপর আপনাকে ৭ নাম্বারে নগদ My Nagad ক্লিক করতে হবে। এবং ১ নাম্বারে Balance enquiry। এবং এরপর পাসওয়ার্ড দিলে আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন।

প্রথম ধাপ

প্রথমে আপনি আপনার ডায়াল পেটে যে *167# ডায়াল করুন

দ্বিতীয় ধাপ

নিচের 7 নাম্বার অপশনে My Nagad লেখা আছে সাত নাম্বার ক্লিক করে সেন্ড করুন।

তৃতীয় ধাপ

1 নাম্বারে Balance enquiry রয়েছে সেখানে এক নাম্বার দিয়ে সেন্ড করুন

চতুর্থ ধাপ

আপনার নগদ একাউন্টের কি পিন রয়েছে সে পিনটি দেন

পঞ্চম ধাপ

আপনার একাউন্ট এখন দেখতে পারবেন

নগদ একাউন্ট খোলার সহজ নিয়ম।

নগদ অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম গুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো। যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।এখন আমরা কিছু নিম্নলিখিত ধাপ করে নগদ একাউন্ট খুলব। চলুন শুরু করি।

মোবাইলের USSD দিয়ে খোলার নিয়ম।

প্রথম ধাপে। *167# ডায়াল করুন

  • দ্বিতীয় ধাপে। মেনু থেকে আপনি নগদ একাউন্ট খোলার অপশন নির্বাচন করুন।
  • তৃতিয় ধাপ। আপনার জাতীয় পরিচয় পত্র(NID)( তারিখ অন্যান্য তথ্য প্রদান করুন।
  • নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি সম্পূর্ণ করুন।
  • এভাবে আপনারা কয়েক মিনিটের মধ্যে USSD কোড ব্যবহার করে যে কোন মোবাইল থেকে নগদ একাউন্ট খুললে নিতে পারেন।

অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলুন

  • অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট খোলার অতি সহজ। চলুন ধাপে ধাপে সেগুলো সুন্দরভাবে জেনে নিই।
  • প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
  • এরপর আপনাকে অ্যাপের মধ্যে প্রবেশ করে একাউন্ট খুলার অপশনটি ক্লিক করতে হবে।
  • এবং এরপর আপনার মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্র নাম্বার তথ্য প্রদান করতে হবে।
  • তথ্য যাচাই করার জন্য আপনাকে একটি ও টিভি পাঠানো হবে। সেই ওটিপি করতে প্রদান করতে হবে।
  • এন আইডির ছবি আপলোড করতে হবে।
  • এগুলোর তথ্য যাচাই করেন হলেই নগদ একাউন্ট খোলার সম্পন্ন হবে।

নগদ একাউন্ট খুলতে কি কি লাগে?

নগদ একাউন্ট খোলার জন্য বেশ কয়েকটি জিনিস প্রয়োজন তার মধ্যে হল।

  • আপনার মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয় পত্র (NID)
  • জন্ম তারিখ

নগদ একাউন্ট কত সালে চালু হয়?

নগদ অ্যাকাউন্ট ২০১৯ সালের ২৬ শে মার্চ চালু হয়। এটি একটি বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল লেনদেনের আর্থিক সেবা প্রধান করে থাকে। এটি জনসাধারণের জন্য সহজ এবং দ্রুত সাশ্রয়ী লেনদেনের সুবিধা প্রদান করে থাকে নগর অ্যাকাউন্ট।

নগদ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

এখন আমরা নগদ সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরব। যেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে যায় চলুন শুরু করি।

প্রশ্ন নগদ একাউন্ট কি?

উত্তর= নগদ একাউন্ট হলো বাংলাদেশের ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক লেনদেনের জন্য এবং এখানে ডিজিটাল লেনদেনের সুবিধা প্রদান করে থাকে।

নগদ একাউন্ট কিভাবে খোলা যায়?

উত্তর= নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে একটি কোড ডাল করতে হবে। সেটি হলো অন সিক্স সেভেন এস ডায়াল করে নগর অ্যাকাউন্ট খুলতে পারেন বা অথবা অ্যাপের মাধ্যমে আপনারা সহজেই নগদ একাউন্ট খুলতে পারেন।

নগদ থেকে মোবাইল রিচার্জ করা যায়?

উত্তর= হ্যাঁ। নগদ থেকে আপনারা অতি সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন।

নগদে ক্যাশ আউট চার্জ কত?

উত্তর= নগদের ক্যাশ আউট চার্জ সাধারণত ১. ৪৫ % প্রযোজ্য।

নগদ ব্যবহার করে সরকারি ভাতা পাওয়া যায় কি?

উত্তর= জি নগদ ব্যবহার করে আপনি সরকারী ভাতা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি পাওয়া যাবে ।

নগদের সেবার সময়সীমা কি?

উত্তর= নগদে যে কোন সেবা ২৪ ঘন্টায় দিয়ে থাকে। সপ্তাহে সাত দিন খোলা থাকে। যার মাধ্যমে ব্যবহারকারী লেনদেন করতে সমস্যা হলে দ্রুত জানাতে পারে।

নগদ অ্যাপ কোথায় পাওয়া যাবে?

উত্তর= নগদ এক আপনারাই স্মার্টফোনের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ইন্সটল করে নিতে পারে

নগদ একাউন্ট এর সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

উত্তর =ব্যক্তিগত নগদ একাউন্টে আপনারা সর্বোচ্চ ৩ লাখ টাকা প্রতি দিন। এবং মাসে ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। তবে এটি সরকারের নীতিমালা অনুযায়ী।

নগদ একাউন্ট ব্লক হলে করণীয় কি?

উত্তর= যদি আপনার নগদ একাউন্ট ব্লক হয়ে যায়। তাহলে এই হেল্প নাম্বারে যোগাযোগ করতে পারেন(১৬৭ বা +880 09610001667)

উপসংহার।

প্রিয় পাঠক এতক্ষণ আমরা নগদ একাউন্ট কিভাবে দেখবেন সহজ পদ্ধতিতে তা শিখিয়ে দিয়েছি। এবং নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে ।যদি আপনারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে অনেক কিছুই জানতে পেরেছেন। এবং যদি আপনার কোন ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।

নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন নগদ একাউন্ট কিভাবে দেখবেন

Leave a Comment